কামালা হ্যরিসের বাড়ির কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার

স্যান অ্যান্টোনিওর এক লোককে ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সরকারী বাসভবনের কাছে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জানিয়েছে।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এই সিক্রেট সার্ভিস জানিয়েছে যে, ৩১ বছর বয়সী পল মারেকে সাদা পোশাকে তাদের লোক সরকারী ভবনগুলোর কাছের রাস্তায় আটক করে। সেখানেই ভাইস প্রেসিডেন্টের সরকারী বাসভবন রয়েছে এবং আরও আছে যুক্তরাষ্ট্রের নৌ পর্যবেক্ষণ কেন্দ্র। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, ওয়াশিংটনের মেট্রপলিটান পুলিশ বিভাগ বলেছে তারা তখনই তাকে গ্রেপ্তার করে এবং মারের বিরুদ্ধে এই অভিযোগ আনে।

পুলিশ বিভাগ বলেছে যে, এই গোয়েন্দা খবরটির উৎপত্তি টেক্সাস থেকে। তবে এই খবরটি সম্পর্কে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। ডিসির পুলিশ বলেছে যে, পল মারের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে যে, মারের গাড়ি থেকে একটি রাইফেল এবং কিছু অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।