কাবুল বিমানবন্দরে এখন আর কোন ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই

কাবুল বিমানবন্দর থেকে শেষ উদ্ধার ফ্লাইট ওড়ার পর বন্দুকের গুলি দিয়ে উল্লাস প্রকাশ, ৩১শে অগাস্ট, ২০২১ -এএফপি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন, FAA সোমবার জানায়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর, কাবুল বিমানবন্দরে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল না থাকায়, FAA'র আগাম অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের অসামরিক বিমানের ওই দেশটির ওপর দিয়ে উড়ান নিষিদ্ধ করা হয়েছেI

FAA এক বিবৃতিতে জানায়, "একই সঙ্গে এয়ার ট্রাফিক ব্যবস্থা, আফগানিস্তানে কার্যকরী অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায়, যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থা, পাইলট এবং যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বিমানগুলিকে বেশির ভাগ আফগানিস্তানের যে কোনো উচ্চতায় চলাচল নিষিদ্ধ করা হচ্ছে"I

এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায় আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ লোকের উদ্ধারের সুবিধার্থে তারা কাবুল বিমান বন্দরের বিমান চলাচলের দায়িত্ব গ্রহণ করছেI

FAA কর্তৃপক্ষ জানান, "যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান সংস্থাগুলি সুদূর উত্তরাঞ্চলীয় সীমান্তের নির্দিষ্ট এলাকা দিয়ে অতি উচ্চ জেট-রুট ব্যবহার অব্যাহত রাখতে পারবেনI যুক্তরাষ্ট্রেরযে কোনো অসামরিক বিমান সংস্থাকে আফগানিস্তানের আকাশে প্রবেশ করতেবা বেরিয়ে যেতে FAA ‘র আগাম অনুমতি নিতে হবে"I

(রয়টার্স)