দীর্ঘ ৬৮ বছর পরিচিতি সংকটে জর্জরিত থাকার পর স্বস্তি পেলেন- পরিচিতির মুক্ত আনন্দ উদ্বেলিত হলেন বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন ১ শ’ ৬২ ছিটমহলের প্রায় ৫২ হাজার আবাল-বৃ্দ্ধ-বনিতা। শনিবার মধ্যরাতে মশাল জ্বেলে-প্রদীপ শিখায় উদ্দীপিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন ঐ মানুষগুলো মুক্তির পরমানন্দে বিভোর হয়ে।
এ্যাক্ট-
সেই ৪৭ সাল থেকেই দু’পাশের দু’ই স্বাধীন-স্বার্বভোম দেশের মাঝখানে পরিচয় বিহিন হয়ে জীবন কাটানোর পর মুক্তির এ নবতর প্রবাহে- আনন্দ-অবগাহনে নিজেদের ধন্য গন্য করলেন বাংলাদেশের ১ শ’ ১১ আর ভারতের ৫১ বিচ্ছিন্ন,খণ্ড ভূখণ্ডের মানুষগুলো।এই মোট ১ শ’ ৬২ খন্ডাংশের ঐ প্রায় ৫২ হাজার মানুষ এখন নিজ নিজ পছন্দ মতো রাষ্ট্র বাংলাদেশ বা ভারতের ভৌগলিক সীমানার অংশিদারিত্ব নিয়ে নতুন পরিচয়ে পরিচিত করলেন নিজেদের। আমরা ওঁদের আনন্দে অভিনন্দন জানাচ্ছি।
ভয়েস অফ এ্যামেরিকার রিপোর্ট পড়ছেন সরকার কবীরূদ্দীন।
Your browser doesn’t support HTML5