কাবেরী নদীর জল নিয়ে কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যদুটির মধ্যে বিবাদ

kaveri river

কাবেরী নদীর জলে কোন রাজ্যের কতটা অধিকার, এ নিয়ে দীর্ঘ দিনের বিবাদ কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যদুটির মধ্যে। অতীতে বিবাদ মেটাতে আইন-আদালত তো বটেই, বসেছে বিশেষজ্ঞদের নিয়ে কমিশনও। কিন্তু দুই রাজ্যেরই অভিযোগ, তারা যথেষ্ট জল পাচ্ছে না।

সুপ্রিম কোর্টের রায় ছিল, আপাতত তামিলনাড়ুকে ১৫,০০০ কিউসেক হারে জল দিয়ে যাবে কর্নাটক। কিন্তু, তার বিরুদ্ধে কর্নাটক জুড়ে শুরু হয়ে যায় প্রবল জনবিক্ষোভ, বনধ, অগ্নিসংযোগ ও অন্যন্য অশান্তি ঘটনা। শীর্ষ আদালত রায় সামান্য সংশোধন করে জলের পরিমাণ ১২,০০০ কিউসেকে নামিয়ে আনে। তাতে কোনও রাজ্যই সন্তুষ্ট নয়।কর্নাটক বলছে, তাদের রাজধানী বাঙ্গালোর তাহলে যথেষ্ট খাবার জলই পাবে না। এ বার হস্তক্ষেপ করে ক্রুদ্ধ সুপ্রিম কোর্ট। তারা বলেছে, এক বার রায় দেওয়ার পরে তা মেনে চলাই দুই রাজ্যের কর্তব্য। প্রতিবাদে বনধ ডাকাও আদালতকে অসম্মান। রাজ্য প্রশাসন যদি আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে সরাসরি হস্তক্ষেপ করতে হবে শীর্ষ আদালতকে।

Your browser doesn’t support HTML5

কাবেরী নদীর জল নিয়ে কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যদুটির মধ্যে বিবাদ