যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জুলিয়ান বন্ড মারা গেছেন

FILE- NAACP Chairman Julian Bond addresses the civil rights organization's annual convention in Detroit, Michigan, July 8, 2007.

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দলনের এক অন্যতম নেতা জুলিয়ান বন্ড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫।

শনিবার রাতে ফ্লরিডার ফোর্ট ওয়াল্টন বীচে বন্ড মারা যান। তিনি স্বল্প সময়ের জন্য অসুস্থ ছিলে।

Southern Poverty Law Center এর সহ প্রতিষ্ঠাতা মোরিস ডিস বলেন দেশ, ন্যাযের সন্ধানে যারা সবচাইতে সোচ্চার ছিলেন তেমন এক ব্যক্তিকে হারালো। বন্ড ছিলেন Southern Poverty Law Centerএর প্রথম প্রেসিডেন্ট। ১৯৬০ সালে ছাত্র অহিংস সমন্বয়ক কমিটির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ওই সংগঠনের যোগাযোগ বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ৫ বছর।

১৯৬০ এর দশকে দেশের নাগরিক অধিকার আন্দোলনের সময় , আমেরিকার উত্তেজনাপূর্ণ দক্ষিনাঞ্চলে বিভাজনের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ আন্দলনে নেতৃত্ব দেন।

অ্যটল্যান্টার Morehouse College থেকে বন্ড পাশ করেন। তিনি ১৯৬৫ সালে জর্জিয়া রাজ্যের আইন সভার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। পরে তিনি আইন পরিষদের সেনেটে বনির্বাচিত হন ও দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সাল থেকে ২০১০ পর্যন্ত তিনি NAACP র চেয়ারম্যান ছিলেন।