কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও জশুয়া হংকং লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন  

২৩ বছর বয়সী "Umbrella Movement " এবং হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম নেতা,জশুয়া অং, নুতন কড়া নিরাপত্তা আইনের বাঁধা নিষেধ সত্ত্বেও সরকারি লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন I সোমবার তিনি নির্বাচনী দপ্তরে কাগজপত্র জমা দেন I

হংকংয়ের গণতন্ত্রপন্থী দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভের প্রয়াস চালাচ্ছে, যাতে করে বাজেট ও অন্যান্য শীর্ষ আইন পাসের ব্যাপারে বাঁধা দেয়া এবং যার মাধ্যমে প্রধান নির্বাহী, ক্যারি ল্যাম কে পদত্যাগ করতে বাধ্য করা যাবে I

জশুয়া অং, হচ্ছেন হংকংয়ের সাম্প্রতিক ব্যাপক গণ-অভ্যুথান ও সরকার বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ কারিগর, যিনি হংকংয়ে পুরো গণতন্ত্র প্রতিষ্ঠায় শুরু করছিলেন এক বিপ্লবী সংগ্রাম ,তবে এ দফায় তিনি সফল হন নি I