রাজশাহীর বাগমারা এলাকা থেকে রোববার ভোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র তিনজন সদস্যকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব আটক করেছে বলে জানিয়েছে। তাদের কাছ থেকে ৭টি পেট্রোল বোমাসহ ২৩টি শক্তিশালী বোমা এবং জেহাদে উদ্বুদ্ধকরণের বই-পুস্তক পাওয়া গেছে বলে র্যাব বলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হামলার পরিকল্পনা করছিল বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর রাজশাহীর বাগমারা এলাকায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী হামলায় এক হামলাকারী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন। ইসলামিক স্টেট বা আইএস ঘটনার দায় স্বীকার করলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ওই ঘটনায় জেএমবি জড়িত থাকার কথা জানিয়েছিল।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5