লকডাউনের কারণে অনেক মানুষই বাগানে গাছের পরিচর্যা করে তাদের সময় কাটাচ্ছেন

সারা পৃথিবী যখন করোনভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করছে, কয়েক লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছে, সমস্ত ব্যবসা-বাণিজ্য, রেস্তোঁরাগুলি, সিনেমাহল এবং পার্কগুলি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে, তখন কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে বসেও করা জাচ্ছে, যেমন ধরুন গাছের পরিচর্যা। ভাইরাস সংক্রমণ নিষেধাজ্ঞাগুলি পালন করতে লকডাউনের কারণে অনেক মানুষ বাড়িতে রয়েছেন, এবং নার্সারিগুলি থেকে বিভিন্ন ধরণের উদ্ভিদের বিক্রি বাড়ছে, কেননা মানুষ উদ্যানে এই সব উদ্ভিদ কিনে নিয়ে বাগান বানিয়ে মনে অনেক শান্তি পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গাছের ব্যবসা একটি অপরিহার্য ব্যবসা হিসাবে বিবেচিত, এটি কৃষিকাজের ছত্রছায়ায় পড়ে, সুতরাং লকডাউনের সময় অনেকগুলি উদ্ভিদ নার্সারি খোলা থাকলেও কিন্তু কারও কারও কাছে তাদের বিক্রি একেবারেই অন্যরকম হয়ে গেছে।

আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভিওএর সংবাদদাতা Deana Mitchell এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তী দাশগুপ্ত।

Your browser doesn’t support HTML5

বিজ্ঞান পর্বে Deana Mitchell এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।