ভারতের সর্বত্র লকডাউনের ঘোষণা শুধু মানুষ নয়, পরিবেশে বিভিন্ন প্রাণীদের জীবনেও প্রভাব ফেলেছে

মিঃ রণদেব মিত্র Steel Authority of India Limited (SAIL)সংস্থাটির কার্যনির্বাহী পরিচালক পদে কাজ করেছেন এবং তিনি কলকাতার একজন বিশিষ্ট পরিবেশবিদ হিসেবও পরিচিত। অবসর নেওয়ার পরেও তিনি বর্তমানে বিভিন্ন ধরণের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন।

ভারতের সর্বত্র লকডাউনের ঘোষণা সাধারণ মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পা্লটে দিয়েছে। এই লকডাউনের ঘোষণা শুধু মানুষের জীবনই না, পরিবেশে প্রাণীদের জীবনও কিভাবে প্রভাবিত করেছে, সেটা তিনি আলোচনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, লকডাউনের সময়ে মুম্বাইএর সমুদ্র সৈকতে বহযুগ পরে ডলফিন দেখা গেছে, যা পরিবেশ প্রেমীদের জন্য অবশ্যই একটা সুখবর।

ভয়েস অফ অ্যামেরিকার বাংলা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে তার সঙ্গে কথা বলেন জয়তী দাশগুপ্ত।

Your browser doesn’t support HTML5

মিঃ রণদেব মিত্রের সঙ্গে কথা বলেন জয়তী দাশগুপ্ত