দক্ষিন জাপানে আঘাত হেনেছে টাইফুন গনি

মঙ্গলবার দক্ষিন জাপানে শক্তিশালি এক ঘুর্নিঝড় আঘাত হেনেছে যাতে আশংকা করা হচ্ছে ব্যাপক ক্ষয় ক্ষিত হতে পারে।

জাপান সাগর থেক ধেয়ে আসা টাইফুন গনি নামের ঐ ঘুর্নিঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। ওই এলাকার ১ লক্ষ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঝড়ে এ পর্যন্ত ২০ জন আহত হয়েছে। জাপানে আঘাত হানার আগে ওই ঝড় ফিলপাইনে আঘাত করলে ভুমিধ্ধসে ২১ জন নিহত হন।