পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলা করবেন না। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে এসে ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। সেখানে তাঁর গাড়ির কনভয়ের ওপর হামলা হয়। ইট-পাটকেল পড়ে, বেশ কিছু গাড়ির ক্ষতি হয় এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় ইটের আঘাতে আহত হন বলে বিজেপির দাবি। বিজেপি বলেছে, এই হামলা তৃণমূল সমর্থকরা করেছে। উল্লেখ্য, কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে ডায়মন্ড হার্বার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, বিজেপি নেতারা এখানে এলে তাঁদের দেহরক্ষী হিসেবে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা আসে। নাড্ডার সঙ্গে যেমন সিআরপিএফ রক্ষীরা ছিলেন। তা সত্ত্বেও কেমন করে তাঁর ওপর হামলা হলো! এটা সাজানো ঘটনা নয় তো? এই কথার জবাবে আজ রাজ্যপাল জাগদীপ ধনকার বলেছেন, একটা গণতান্ত্রিক দেশে যে কোনও দলের নেতা দেশের যে কোনও জায়গায় যেতে পারেন। সেখানে তাঁর উপর আক্রমণ হলে তিনি যেখানে যাচ্ছেন সেখানকার শাসক দলের উপর দায়িত্ব বর্তায়। আপনি সেই দায়িত্ব তো পালন করেনইনি, উপরন্তু এই রাজ্যে গণতান্ত্রিক প্রথায় নির্বাচিত সরকারের প্রধান হয়েও যে কথা বলছেন তাতে হিংসার আগুন ছড়াতে পারে। আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না। রাজ্যপাল সাংবাদিকদের বলেছেন, আজ সকালে তিনি পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন। গত কালকের ঘটনা বিশদে জানার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং পুলিশের ডিরেক্টর জেনারেলকেও ডেকে পাঠিয়েছেন। সোমবার তাঁরা ওই সম্পর্কে রিপোর্ট নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে কথা আছে।
Your browser doesn’t support HTML5