করোনা চিকিৎসায় আশা জাগিয়েছে আইভারমেকটিন

কোভিড-১৯ এর বিরুদ্ধে আইভারমেকটিনের কার্যকারিতা আশাব্যঞ্জক বলে জানিয়েছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, আইসিডিডিআরবি। ঢাকার তিনটি করোনা হাসপাতালে ৬৮ জন রোগীকে আইভারমেকটিন সেবনের পর গবেষকরা একমত হয়েছেন। বেক্সিমকোর সহযোগিতায় এই গবেষণাটি পরিচালিত হয়। করোনায় মৃদু আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন অথবা আইভারমেকটিনের সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বলা হয়েছে, আইভারমেকটিন একটি অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ। কেউ করোনা সংক্রমিত হওয়ার প্রথম পাঁচ দিনের মধ্যে এই ওষুধটি সেবন করলে তার সংক্রমণের মাত্রা কমে যায় উল্লেখযোগ্যভাবে। আইসিডিডিআরবি'র গবেষকরা বলেছেন, এ যাবতকালে যেসব ওষুধ বের হয়েছে এরমধ্যে আইভারমেকটিনের কার্যকারিতা প্রশংসনীয়। এই ওষুধটি চিকিৎসকদের জন্য সহায়ক হতে পারে বলেও মত দেন এই গবেষকরা। তবে, গবেষকরা এটাও বলেছেন, এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে বড় পরিসরে আরও ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে। কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন না করার জন্য গবেষকরা পরামর্শ দিয়েছেন।

ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ জন পুরুষ, ১২ জন নারী। এ নিয়ে এই ভাইরাসে মারা গেলেন ছয় হাজার ৮৭৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে। সুস্থ হয়েছেন তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জন। সুস্থতার হার ৮৩ দশমিক ৯ শতাংশ। করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Your browser doesn’t support HTML5

করোনা চিকিৎসায় আশা জাগিয়েছে আইভারমেকটিন