ইটালীর অভিশংসকেরা নৌযান ডুবির ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া দূ’ ব্যক্তির গ্রেফতারির নির্দেশ দিয়েছেন

ইটালীর সরকারি অভিশংসকেরা রবিবারের নৌযান ডুবির ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া দূ’ ব্যক্তির গ্রেফতারির নির্দেশ দিয়েছেন- ঐ দু’ব্যক্তি মানব পাচারে জড়িত,এ সন্দেহে।

সোমবার কতৃপক্ষ এ দু’ ব্যক্তিকে সনাক্ত করেছে-একজন জাহাজের তিউনিসিয় ক্যাপ্টেন এবং অপরজন তাঁরই সিরিয় সহকারি – এই বলে। অভিশংসকেরা অভিযোগ করেন-অত্যন্ত গাদাগদি করে আরোহি ভরা জাহাজটি যখন ডোবে,ঐ দু’ ব্যক্তিই তখন জাহাজের দায়িত্বে ছিলো।প্রায় ন’ শ’য়ের মতো আরোহি নিয়ে জাহাজটি ডুবে যায় লিবিয়ার অদূরবর্তি সাগর বক্ষে।ভূমধ্য সাগরে এমোন প্রাণঘাতি নৌযান ডুবি আর কখনোই হয়নি বলে মনে করা হচ্ছে ।ঐ জাহাজ ডুবির পর প্রাণে রক্ষা পাওয়া যে ২৭ জনের সঙ্গে কথা বলা হয়,সন্দেহভাজন এ দু’ ব্যক্তি সেই তাদেরই সঙ্গের।

নজিরবিহিন এ অভিবাসি সমস্যার নিস্পত্তির লক্ষে য়ুরোপিয় য়ুনিয়ন তাদের ২৮ জাতির জরূরী শীর্ষ বৈঠক ডেকেছে ব্রাসেলসে বৃহস্পতিবার।