ইতালিতে কেন বারবার ভূমিকম্প?

Dust is seen coming out from falling rubble following an aftershock in Amatrice, central Italy, Aug. 25, 2016.

Dust is seen coming out from falling rubble following an aftershock in Amatrice, central Italy, Aug. 25, 2016.

ইতালিতে বারবার কেন ভূমিকম্প হয়? এ নিয়ে গবেষণা চলছে অনেকদিন থেকে। গবেষকরা বলছেন, দেশটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে আল্পস পর্বতমালা হলো ইউরেশিয়ান প্লেটের দিকে আফ্রিকান টেকটোনিক প্লেটের ধাক্কার ফল। প্রতি বছর তিন সেন্টিমিটার করে নড়ছে দু’টি প্লেট। ইতালির শিরদাঁড়ায় প্রায় পুরোটা সময় উত্তরের খাঁড়ি বা ভূ-ত্বকে স্তরচ্যুতি ছিল। টেকটোনিক প্লেটের নড়াচড়ার দরুন এ খাঁড়ি ও অ্যাপেনাইন পর্বতমালা খুবই শ্লথগতিতে আলাদা হচ্ছে। এ কারণেই দেশটি ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের জিওফিজিক্যাল এন্ড ক্লাইমেন্ট হ্যাজার্ডস বিভাগের এমিরেটাস প্রফেসর বিল ম্যাকগায়ারের মতে, বর্তমান ভূ-কম্পনে একেবারেই অবাক হওয়ার কিছু নেই। তত্ত্ব মোতাবেক এ ধরণের ভূকম্পন প্রতিহত করার সক্ষমতা সম্পন্ন ভবন নির্মান করা হয়নি। যে কারণে বারবারই ভূমিকম্পনে বেশির ভাগ ভবন ধসে পড়ে। ১৯০৫ থেকে এ পর্যন্ত ভূমিকম্পে দেশটির এক লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারান। সবচেয়ে বেশি- ৮০ হাজার মানুষ মারা যায় ১৯০৮ সনে। ১৯১৫ সনে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।
এ সম্পর্কে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: ইতালিতে কেন বারবার ভূমিকম্প