ইসরাইল ও গাজার হামাসদের বিরুদ্ধে তূমুল সংঘর্ষ এবং বিপুল প্রাণহানির পর দু পক্ষই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এই অস্ত্রবিরতিকে অনেকেই বলছেন ভঙ্গুর । অস্ত্র-বিরতি হয়ত সমাধন নয় , প্রকৃত সমাধান ইসরাইল ও ফিলিস্তিনদের জন্য দুটি রাষ্ট্রেরই স্বীকৃতি। ব্লিংকেন মঙ্গলবার বাইডেন প্রশাসনের এই বিশ্বাসের পূণরাবৃত্তি করেন যে দুই-রাষ্ট্র সমাধান হচ্ছে একমাত্র উপায় যেখানে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত্ নিশ্চিত করা যায় । আর অবশ্য ফিলিস্তিনিদেরও একটি রাষ্ট্র দিতে হবে যা তাদের ন্যায্য পাওনা। প্রায় যুগ যুগ ধরে চলে আসা এই সমস্যার প্রতি আলোকপাত করেছেন বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
Your browser doesn’t support HTML5
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ