ইস্রায়েলী বাহিনী শুক্রবার গাজা ভূখণ্ডের সীমান্তে গুলি করে অন্তত পক্ষে চারজন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে এবং ঐ ঘটনায় আহত হয়েছে ১ ডজনেরও বেশি মানুষ। দু’পক্ষের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই শঙ্কিত।
ইস্রায়েলী সামরিক বাহিনী জানিয়েছে যে গাজায় প্রায় ২'শ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী সীমান্তের দিকে অগ্রসর হয় এবং সীমান্তের ওপারে সেনাদের লক্ষ্য করে ইট পাথার এবং টায়ারে আগুন ধরিয়ে ছুঁড়ে দেয়। তারা বলছে, উষ্কানীমূলক আচরণ যারা করেছে তাদের সীমান্তের দিকে অগ্রসর ঠেকাবার জন্য সেনারা গুলি করেছে।
বিক্ষোভকারীরা জেরুজালেম এবং পশ্চিম তটের ফিলিস্থিনিদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়ে মিছিল করে।