নিখোঁজ কিশোর সন্ধানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলীদের সংঘাত

তিন জন ইসরাইলী কিশোরের সন্ধানে ইসরাইলী সৈন্যরা রাতভর এক অভিযানের সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গত সপ্তায় এই কিশোরদের অপহরণ করার পর থেকে তারা নিখোঁজ রয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী আজ বলে যে ফিলিস্তিরিা বিস্ফোরক নিক্ষেপ করে এবং বন্দুকের গুলি চালায় । ইসরাইলী সৈন্যরা ও পাল্টা গুলি চালায়।

ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে যে সৈন্যরা ৩০ জনকে গ্রেপ্তার করে। এর ফলে বৃহস্পতিবার থেকে গ্রেপবতারকৃত ফিলিস্তিনিদের সংখ্যা এখন ২৮০ তে দাঁড়ালো যাদের মধ্যে ২০০ জন হচ্ছে জঙ্গি গোষ্ঠি হামাসের সদস্য।

গত সপ্তায় স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে পশ্চিম তীরে এই তিন কিশোর নিখোঁজ হয়। ইসরাইলীরা হামাসকে এ জন্যে দোষারোপ করছে তবে গোষ্ঠিটি দায় অস্বীকার করেছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার বলেন যে তাঁর সৈন্যরা সন্ধান কাজে সাহায্য করছে।