ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলী সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তটে অভিযানের সময় অন্তত ৪জন ফিলিস্তিনিকে হত্যা করেছেI
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেন, ইসরাইলের সেনাবাহিনী হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়, যারা তাঁর কথায়, আসন্ন সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলI
কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে তিনি কিছু জানান নি এবং ইসরাইলের সামরিক মুখপাত্র এসব অভিযান সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেন নিI
ইসরাইলের কর্মকর্তারা বহুদিন ধরে হামাস, যারা গাজা তটের পরিচালনায় রয়েছে তাদের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পশ্চিম তটে তারা শক্তি বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে, যা তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিমের সমর্থিত প্যালেস্টাইন অথরিটি (PA)-র প্রতি চ্যালেঞ্জ স্বরূপI
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,জেরুসালেমের উত্তর পশ্চিমে, পশ্চিম তটের বিদ্দু গ্রামে ৩জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়I স্বাস্থ্য দপ্তর জানাচ্ছেন, অপর ফিলিস্তিনি'র মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শহর, জেনিন'র কাছে বুরকিন নামক গ্রামেI
ইসরাইলের প্রধান রেডিও স্টেশন ও ওয়েব সাইটের খবরে জানা যায়, হামাস সদস্যদের আটক করতে পশ্চিম তটের বিভিন্ন এলাকায় অভিযানে অন্তত ৪ জন জঙ্গি নিহত হয়েছে I