ইসরাইল ও ফিলিস্তিনের প্রেসিডেণ্টের পোপ ফ্রান্সিসের আমন্ত্রণ গ্রহণ


ইসরাইলের প্রেসিডেণ্ট শিমন পেরেজ এবং ফিলিস্তিনের প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস, ভ্যাটিকানে গিয়ে শান্তির লক্ষ্যে প্রার্থনার করার পোপ ফ্রান্সিসের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পশ্চিমতটের বেথলেহেম শহরে ভাষণ দেবার সময় ফ্রান্সিস বলেন সংঘাত অবসানের লক্ষ্যে উদার ও সৃজনশীল হওয়ার জন্য সবার এখন সাহসী হওয়ার সময় এসেছে। তিনি বলেন সংঘাতে বহু মানুষের ক্ষতি হয়েছে। তিনি ফিলিস্তিনী প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের প্রেসিডেণ্ট শিমন পেরেজকে তার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থনা করার জন্য ভ্যাটিকানে যাওয়ার আমন্ত্রন জানান।