গাজায় সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়েছে

গাজায় সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে পড়ার জন্য দুই পক্ষ পরষ্পরকে দায়ী করছে। ইজরায়েলী সেনাবাহিনী বলছে, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সমর্থিত যুদ্ধ বিরতি শুরু হবার প্রায় এক ঘন্টা পর দক্ষিণের রাফাহ শহরের কাছে সীমান্তে সুড়ংগ ধ্বংস করার সময় সৈন্যদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়। সে সময় দুজন ইজরায়েলী সৈন্য নিহত হয়। তারা সন্দেহ করছে, হামাস জঙ্গীরা তাদের একজন সৈন্যকে আটক করে সুড়ঙ্গের ভেতর দিয়ে গাজায় নিয়ে গেছে।