ইসরাইলী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত 

শনিবার, জেরুসালেমের রাস্তায় রাস্তায় ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছেI প্রতিবাদকারীরা কথিত দুর্নীতির অভিযোগ ও করোনা মহামারী সঙ্কটে তাঁর ব্যর্থতার জন্য সরকারি বাসভবনের বাইরেও বিক্ষোভে শামিল হনI

একজন প্রতিবাদকারী বলেন, "নেতানিয়াহুকে পদ ছাড়তে বাধ্য করতে আমরা এখানে সমবেত হয়ে বিক্ষোভ করছি ; যথেষ্ট হয়েছে, আমরা তোমাকে নিয়ে ক্লান্ত, তোমাকে আমরা আর চাই না " I প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এক মাসের অধিক সময় ধরে, বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছেI শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইসরায়েলে নুতন সংক্রমণ শুরু হওয়ার পরI

প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাঁর বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেনI তিনি বলেন, ইসরাইলী সংবাদ মাধমের অনুপ্রেরণায় বামপন্থী ও ষড়যন্ত্রকারীরা এসব বিক্ষোভ শুরু করেছেI