ইসরায়েল–হামাস অস্ত্র বিরতির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যে যাচ্ছেন

Palestinians watch rescuers searching the rubble of an apartment building hit by an Israeli missile in Gaza City. A woman reportedly was rescued and two people were found dead, July 21, 2014.

ইসরায়েল ও গাজায় হামাস চরমপন্থীদের মধ্যে দু সপ্তাহের সংঘর্ষে, অস্ত্র বিরতি অর্জনে নতুন করে মধ্যস্থতা করার লক্ষ্যে, জাতিসংঘের প্রধান বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী কায়রোতে যাচ্ছেন।

ইসরায়েল বলেছে দুটি অস্ত্র তৈরির স্থান এবং ৬ টি ভূগর্ভস্ত রকেট নিক্ষেপের যন্ত্র সহ ৫০টি হামাস লক্ষ্যস্থলে, তাদের জঙ্গী বিমান সোমবার বোমাবর্ষণ করেছে। হামাস আরও ৫০টি রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে এবং সুরঙ্গ দিয়ে তাদের জঙ্গীদের ইসরায়েলে ঢোকাতে চেষ্টা করেছে। কিন্তু ইসরায়েলী বাহিনী চরমপন্থীদের দেখতে পায় এবং তাদের ১০জনকে হত্যা করে।

ফিলিস্তিনী কর্মকর্তারা বলেছেন ইসরায়েলী আক্রমণে, গাজার ৫০০ বেশি বাসীন্দা নিহত হয়। রবিবারের হামলায় একটি বাড়িতেই ২৫জন নিহত হয়। একজন ছাড়া সবাই একই পরিবারের ছিলেন।