ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এক আসন্ন রিপোর্টের সমালোচনা করেন। গাজা ভূখন্ডে গত বছরে যে যুদ্ধ হয় সে সম্পর্কে ওই রিপোর্ট।
মি নেতানিয়াহু জাতিসংঘের ওই রিপোর্টকে সময়ের অপচয় এবং ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বলে আখ্যায়িত করেন।
ইসরায়েল তাদের নিজেদের রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলেছে ইসরায়েলী বাহিনী ইচ্ছাকৃত ভাবে অসামরিক লোকজনদের লক্ষ্য করে হামলা চালায়নি। তারা গাজার ইসলামিক হামাস শাসকদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ইচ্ছাকৃত ভাবে ইসরায়েলী অসামরিক লোকজনের উপরে আক্রমণ চালায় এবং তাদের নিজেদের লোকজনদের মানব বর্ম হিসেবে ব্যবহার করে।
জাতিসংঘের মানবাধিকার কাউনসিলের রিপোর্ট এসপ্তাহে প্রকাশিত হবে বলে অনুমান করা হচ্ছে।