অস্ত্র বিরতি শেষ হবার আগেই গাজায় ইস্রায়েলী বিমান আক্রমণ

মিসরের মধ্যস্ততায় ইস্রায়েল এবং হামাসের মধ্যকার তিনদিনের অস্ত্র বিরতি আরও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্য যখন আলোচানা চলছে---এরই মধ্যে হামাস পূণরায় রকেট হামলা শুরু করে। এর পালটা জবাবে ইস্রায়েল শুক্রবার গাজায় পরপর কয়েক দফায় বিমান আক্রমণ চালিয়েছে।

পূণরায় লড়াই শুরু হবার পর গাজায় ১০ বছরের এক বালক প্রথম প্রাণ হারালো।

ইস্রায়েলী সামরিক বাহিনী অভিযোগ করেছে যে শুক্রবার সকালে ৭২ ঘন্টার অস্ত্রবিরতী শেষ হবার কয়েক ঘন্টা আগেই গাজা ভূখন্ডের জংগীরা অস্ত্র বিরতী ভংগ করেছে।

ইস্রায়েলী সরকারী মুখপাত্র জানিয়েছেন যে হামাস যোদ্ধারা নির্বিচারে অসামরিক জনগনেকে লক্ষ্য করেই আক্রমন চালাচ্ছে।

ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের ওপর ইসরা্লী হামলার আবারও তীব্র নিন্দে করেছেন। তিনি এ ব্যাপারে পশ্চিমি বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সরকার এবং দেশী বিদেশী মানবাধিকার সংগঠনগুলোর চুপ থাকার নীতির ও সমালোচনা করেছেন । এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন

Your browser doesn’t support HTML5

AK


আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু: