ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত অব্যাহত

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে ইজরায়েল এবং ফিলিস্তিনী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র তার মধ্য প্রাচ্যের মিত্রদের সহায়তা নিতে পারে I মুখপাত্র যশ আরনেস্ট শুক্রবার জানান, যুক্তরাষ্ট্র বেশ কতগুলো মিত্র দেশকে তাদের বিবেচনায় রেখেছে I মুখপাত্র শুক্রবার লেবানন থেকে যে রকেট ছোঁড়া হয়, তার নিন্দা জানান I লেবানন থেকে ছোঁড়া রকেটটি উত্তরাঞ্চলীয় ইজরায়েলী সীমানায় আঘাত হানে, তবে এতে কেউ হতাহত হননি। অন্যদিকে হামাস জঙ্গিরা গাজা থেকে ৫৫০-টির বেশি রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইজরায়েল যে বিমান হামলা চালায় তাতে একশ জনের বেশি লোক প্রাণ হারান । ইজরায়েলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু দৃপ্ত কন্ঠে জানান সন্ত্রাসীরা ইহুদি রাষ্ট্র নিধনের যে ডাক দিয়েছে তাদের নির্মূল করতে ইজরায়েল বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না ইজরায়েলী কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিনাঞ্চল থেকে ইজরায়েলের উত্তরাঞ্চলে একটি রকেট ছোঁড়া হয়। তবে ঐ ঘটনায় কেউ হতাহত হয়নি। তা্ৎক্ষনিক ভাবে জানা যায়্নি কে বা কারা ঐ রকেটটি ছুঁড়েছে। ইজরায়েল বলছে যে তারা ঐ রকেটিকে ধ্বংস করেছে। শুক্রবারত ইজরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ শহরের একটি গ্যাস ষ্টেশনে গাজা ভূখন্ড থেকে ছোঁড়া একটি রকেট গিয়ে আঘাত হানলে আগুন ছড়িয়ে পরে। একজন আগুনে আহত হয়েছেন।