সেনাবাহিনী জানায় শুক্রবার অধিকৃত পশ্চিম তটে একটি বাস স্টেশনে একজন ফিলিস্তিনি হামলাকারী ছুরি নিয়ে তাদের দিকে এগিয়ে গেলে ইসরাইলি সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করে।
প্রাথমিক তদন্তের বিবরণ দিয়ে বিবৃতিতে জানানো হয় ওই লোকটি ইহুদি বসতি এরিয়েল'র কাছে সংযোগস্থলে গাড়ি থেকে নামে এবং ছুরিসহ বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সেনা ও অসামরিক লোকজনদের দিকে ধেয়ে আসে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক মৃতদেহটিকে নিকটবর্তী গ্রাম, কারাওয়েট বাণী হাসানের একজন বাসিন্দা বলে শনাক্ত করে।
ইসরাইলী সেনাবাহিনী জানায় অন্যান্য যারা গাড়িতে ছিল ইসরাইলী সেনাবাহিনী তাদের জন্য তল্লাশি চালায়, তবে গাড়িটি ওই স্থান থেকে দ্রুত সরে যায়।
২০১৪ সালেযুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরাইলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে আলোচনা চলছিল তা থেমে গেলে পশ্চিম তটে বিক্ষিপ্ত সহিংসতা দেখা দেয়।
(রয়টার্স)