৮৩ হাজার ফিলিস্তিনির ভ্রমণ অনুমতি স্থগিত করেছে ইসরাইল

গতকাল বুধবার তেল আবিবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে একটি বিপনি এলাকায় দু'জন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি চালানোর পর, পবিত্র রমজান মাসে ৮৩ হাজার ফিলিস্তিনির ভ্রমণ অনুমতি ইসরাইল স্থগিত করে দিয়েছে।

দখলকৃত পশ্চিম তীরে অসামরিক বিষয়ে দেখা শোনা করে সিওজিএটি নামের যে ইউনিট, আজ এক বিবৃতিতে তারা বলছে রমজানে ইসরাইলে বিশেষ করে জুডেয়া এবং সামায়রায় প্রবেশের সব অনুমতি স্থগিত করা হয়েছে।

এই আদেশের আওতায় পড়বে গাজার শত শত ফিলিস্তিনি এবং কথিত হামলাকারীর ২০৪ জন আত্মীয় স্বজনও। তারা রমজানের সময়ে জেরুজালেমে নামাজ পড়তে আসতে পারবে না এবং তেল আবিব আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে কোথাও যেতে পারবে না।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে আরও বলেছে যে, এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এবং পরিস্থিতি বুঝে তারা পশ্চিম তীরে পদাতিক বাহিনী এবং পাল্টা ব্যবস্থা নিতে পারে এমন ইউনিট সহ আরও শত শত সৈন্য মোতায়েন করবে।

বুধবারের ঐ হামলাকে ইসরাইলি পুলিশ সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছে এবং বলছে যে, বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। পুলিশ দু'জন হামলাকারীকেই আটক করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘের মহাসচিব বান কী মুন বুধবারের ঐ আক্রমণের তীব্র নিন্দে করেছেন।