বিশ্বের শীর্ষ কূটনীতিকরা ইরাককে সমর্থন দানের প্রতিশ্রুতি দিয়েছে

Iraq's President Fuad Masum (2ndL), French President Francois Hollande (3rdL), French Foreign Minister Laurent Fabius (C) and U.S. Secretary of States John Kerry (3rdR) pose for a family photo during the International Conference on Peace and Security in I

Iraq's President Fuad Masum (2ndL), French President Francois Hollande (3rdL), French Foreign Minister Laurent Fabius (C) and U.S. Secretary of States John Kerry (3rdR) pose for a family photo during the International Conference on Peace and Security in I

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের লড়াইয়ে, প্রায় ৩০টি দেশ সামরিক সাহায্য সহ প্রয়োজনীয় সব ধরনের সমর্থন দানের প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার প্যারিসে, ওই সঙ্কট বিষয়ে, সম্মেলনের পর এক বিবৃতিতে, কূটনীতিকরা বলেছেন “আন্তর্জাতিক আইন অনুসারে এবং অসামরিক নিরাপত্তা ঝুঁকির মুখে না ফেলে, ইরাকী কর্তৃপক্ষ যা প্রয়োজনীয় বলে বলবে সেটাই দেওয়া উচিত।”

সম্মেলনে অংশ নেন জাতি সংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ এবং প্রায় ৩০টি দেশের কর্মকর্তারা। ইসলামিক স্টেট এর বিরুদ্ধে লড়বার জন্য একটি কোয়ালিশন গঠনের প্রচেষ্টায় এটাই সর্ব সাম্প্রতিক প্রচেষ্টা। ইসলামিক স্টেট ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে এবং সিরিয়ার পুর্বাঞ্চলে বৃহৎ এলাকা দখল করেছে।

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ বলেছেন ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সময় অপচয়ের সুযোগ নেই।

ইসলামিক স্টেট জঙ্গিদের মোকাবেলার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার প্রতি সমর্থন অর্জনের লক্ষ্যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী, মধ্যপ্রাচ্য সফরের পর এই আলোচনা বৈঠক হলো।