ইসলামী ঐক্যজোট বলেছে বাংলাদেশে সাম্প্রতিক হামলার ঘটনা যারা ঘটিয়েছে তাদের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই

People place flowers at a makeshift memorial near the site, to pay tribute to the victims of the attack on the Holey Artisan Bakery and the O'Kitchen Restaurant, in Dhaka, Bangladesh, July 5, 2016.

চারটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত ইসলামী ঐক্যজোট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছে, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা যারা ঘটিয়েছে তাদের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, তারা নিছক সন্ত্রাসী। সংবাদ সম্মেলনে ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ইসলামে জঙ্গীবাদ সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, সাম্প্রতিক হামলায় এটা প্রমাণিত হয় যে, ধর্মভিত্তিক রাজনীতি এবং মাদ্রাসা শিক্ষা জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের জন্মক্ষেত্র বা তৈরির স্থান নয়। সবাইকে ইসলামের উদার মধ্যপন্থা অনুসরণ করা প্রয়োজন। এতে বলা হয়, অপরাপর ইসলামী দলগুলোকে নিয়ে একটি পৃথক অবস্থান তৈরির চেষ্টা তারা করছেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুজন সদস্যকে র‌্যাব ঢাকায় গ্রেফতার করেছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট ইসলামিক