​ইরাকের বেশীর ভাগ এলাকা ইসলামপন্থী জংগীদের দখলে


ইসলামপন্থী জংগীরা ইরাকের বেশীর ভাগ এলাকা দখল করে নেওয়ার প্রেক্ষিতে এই বিদ্রোহ মোকাবেলার উপায় নিয়ে আমেরিকা চিন্তা ভাবনা করছে। কর্মকর্তারা বলছেন, জঙ্গীরা বৃহষ্পতিবার পূর্বাঞ্চলের জতিগোষ্ঠীগত ভাবে বিভক্ত দিয়ালা প্রদেশের জালাউলা এবং সাদিয়াহ শহর দুটি দখল করে নিয়েছে।

ইসলামিক ষ্টেইট অব ইরাক এবং লাভান্ট বা ISIL,নামে পরিচিত দলটি ইরাকের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে এবং তারা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহষ্পতিবার বলেছেন যে ইরাকের এই চরম সংকট পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নানা উপায় তিনি খতিয়ে দেখছেন।

তিনি বলেন, তাঁর ভাষায় “ইরাক অথবা সিরিয়াতে জিহাদীরা যাতে স্থায়ী ভাবে অবস্থান গ্রহন করতে না পারে তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের স্বার্থ জড়িত।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পরিস্থিতি মোকাবেলায় ড্রোন অভিযানের সম্ভাব্যতাসহ অন্যান্য উপায় নিয়েও আলোচনা করছেন।