ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান বিষয় আইসিস দমন করা- রেক্স টিলারসন

ওয়াশিংটনে অনুষ্ঠিত জঙ্গী গোষ্ঠি ইসলামিক ষ্টেট দমনে গঠিত ৬৮ জাতীর জোটের সম্মেলনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আইসিস দমন করা। বিষয়টি নিয়ে আলোচনা করছেন শেগুফতা নাসরীন কুইন সেলিম হোসেন ও নিরাপত্তা বিশ্লেষক এবং এ্যামেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের এ্যাডজাংক ফ্যাকাল্টি ড. সাইদ ইফতেখার আহমেদ।

Your browser doesn’t support HTML5

ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান বিষয় আইসিস দমন করা- রেক্স টিলারসন