আই এস এক জলজ্যান্ত প্রানঘাতী শক্তি

সংবাদ সংস্থা সূত্রের খবর আই এস এক জলজ্যান্ত প্রানঘাতী শক্তি। তাই ওদের হালকাভাবে নেওয়ার কোন কারন নেই। এমনই মন্তব্য করেছেন কাশ্মীরে সেনা বাহিনীর দায়িত্বে থাকা 15 কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য ইসলামিক ষ্টেট লস্কর ই তোইবা জয়েশ ই মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মেলাচ্ছে। এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের নিরাপত্তা রক্ষী এবং গোয়েন্দা বাহিনী এই বিষয়ে কড়া নজর রাখছে। এর বেশী আর কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কাশ্মীর উপত্যকায় আই এস জঙ্গিদের কার্যকলাপের দিকে ভারতের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দারা কড়া নজর রেখেছে বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

Your browser doesn’t support HTML5

আই এস এক জলজ্যান্ত প্রানঘাতী শক্তি