ইসলামিক স্টেট চরমপন্থীরা পেশাওয়ারে পাকিস্তান সামরিক বাহিনীর তিন কর্মীকে হত্যা করে

Pakistan

সন্দেহভাজন ইসলামিক স্টেট চরমপন্থীরা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশাওয়ারে পাকিস্তান সামরিক বাহিনীর তিন কর্মীকে হত্যা করে।

প্রাদেশিক কর্তৃপক্ষ বলেছে নিহত সেনারা রবিবার খাজানা এলাকায় একটি সরু সড়ক দিয়ে যাচ্ছিল যখন কয়েকজন সশস্ত্র মোটর সাইকেল চালক তাদের মোটরযানে হামলা চালায়।

কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে।

আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি ওয়েব সাইটে ওই হামলায় দায় দাবি করা হয।