তুরস্কের প্রধানমন্ত্রী বলছেন যে ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিরা জুন মাসে যে ৪৯ জন তুর্কিকে পণবন্দী করেছিলো তাদের মুক্তি দিয়েছে।
Ahmet Davutoglu আজ শনিবার বলেন যে দিনে আরও আগের দিকে পণবন্দীদের মুক্তি দেওয়া হয় এবং তারা নিরাপদে তুরস্কে ফিরে এসছে।
শিশু, সৈন্য এবং কুটনীতিকসহ এই পণবন্দীদের ১১ই জুন ইরাকের মোসেল শহরে তুরস্কের কনসুলেট থেকে অপহরণ করা হয় । সেই সময়ে ইসলামিক স্টেট গোষ্ঠি ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করতে গিয়ে ঐ শহরটিও নিজেদেরে নিয়ন্ত্রণে নেয়।
তাৎক্ষণিক ভাবে এটা অবশ্য জানা যায়নি যে তুরস্ক কি ভাবে পণবন্দীদের মুক্তি নিশ্চিত করে এবং এ জন্যে তাদের কোন পণের অর্থ পরিশোধ করতে হয়েছিল কি না।
নেটো সদস্য তুরস্ক , তার এই ৪৯ জন নাগরিকের নিরাপত্তার কথা বলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে জোটে যোগ দিতে অনাগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রী Davutoglu বলেন যে তুরস্কের গোয়েন্দা বিভাগের নিজস্ব পদ্ধতির কারণে এই মুক্তি সম্ভব হয়েছে তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ান বলেন যে সারারাত ধরে সম্পুর্ণ গোপনীয়তায় পরিচালিত এক সফল অভিযানে , তুর্কিদের মুক্তি দেওয়া হয়েছে।