তরুন-তরুনীদের মধ্যে জঙ্গী সংগঠন ইসলামিক ষ্টেটে যোগদানের প্রবনতা বেশী

তরুন-তরুনীদের মধ্যে জঙ্গী সংগঠন ইসলামিক ষ্টেট বা আইএস এ যোগদানের প্রবনতা সবচেয়ে বেশী। বাংলাদেশেও এই প্রবনতা বিদ্যমান। কেন বাংলাদেশে এই পরিস্থিতির সৃষ্টি আর কেন এই প্রবনতা সে বিষয়ে বিশ্লেষন করেছেন ঢাকার ডেইলি ষ্টার পত্রিকার ষ্ট্রাটেজিক এডিটর, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান এবং কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ও ইসলামিক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ জাহাঙ্গীর। দু’জন বিশ্লেষকই বলেছেন, আইএস-এ যোগদান বা যোগদান প্রচেষ্টা হচ্ছে ধর্মীয় আবেগের জ্ঞানহীন ও ভ্রান্ত ধারনার বহি:প্রকাশ।আমীর খসরুর রিপোর্টে রয়েছে বিস্তারিত:

Your browser doesn’t support HTML5

তরুন-তরুনীদের মধ্যে জঙ্গী সংগঠন ইসলামিক ষ্টেটে যোগদানের প্রবনতা বেশী