ক্রমেই জঙ্গি জেহাদিদের গা ঢাকা দেওয়ার নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে কলকাতা।রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরন কান্ডে জামাত উল মুজাহিদিনের একের পর এক শীর্ষ জঙ্গি কলকাতা ও তার আশপাশ থেকে গ্রেপ্তার হওয়ার পর এবার গোয়েন্দাদের নজরে বাংলাদেশের আরেক জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দিকে।
রংপুরে গত ৩রা অক্টোবর জাপানি নাগরিক কোনিও হোসি খুনের ঘটনায় যুক্ত দুই জঙ্গি কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছে-ঢাকার কাছ থেকে এই তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী কলকাতা শহরের বন্দর ও বিমানবন্দর সংলগ্ন কয়েকটি এলাকায় হানা দেয়। ঢাকার দেওয়া তথ্যের সঙ্গে মিলছে এহেন এক সন্দেহ ভাজনকে বিমানবন্দরের আড়াই নম্বর গেট এলাকা থেকে পাকড়াও করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই ব্যক্তি বিদেশি খুনের ঘটনার সঙ্গে যুক্ত ঢাকা বর্ণিত এবিটির কুখ্যাত জঙ্গি বড়ভাই কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে রাজ্য গোয়েন্দা দপ্তর সুত্রের খবর।
Your browser doesn’t support HTML5