আইএস এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বাংলাদেশে ১৫ জন গ্রেফতার

২০১৪ সালের মাঝামাঝি পর্যন্তও ইসলামিক ষ্টেইট বা IS এ যোগ দিতে কোন বাংলাদেশী তরুন-তরুনী আগ্রহী সে ব্যাপারে কারো কোন ধারনাই ছিলনা।এর পর ইসলামী জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে একজন দু’জন করে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানা গেলো IS -এ যোগদানে আগ্রহীদের কথা। এক বছরে পুলিশের হিসেবে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মুখপাত্র বলছেন, দু-একজন গিয়েছেন বলে তাদের ধারনা, তবে তদন্ত চলছে।

Your browser doesn’t support HTML5

আইএস এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বাংলাদেশে ১৫ জন গ্রেফতার