আয়রণ ডোম ইন্টারসেপ্টর প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ভারত

ইজরায়েলের ‌আয়রণ ডোম ইন্টারসেপ্টর প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা এবার তৈরি করবে, ভারত। গত বছর এই প্রযুক্তি কাজে লাগিয়েই নিজেদের দেশের ওপর মিসাইল আক্রমণ আটকে দিয়েছিন ইজরায়েল। কারখানা হবে ভারতে, প্রযুক্তি জোগাবে ইজরায়েল। প্রকল্পটির জন্য লগ্নি হতে পারে ৯,০০০ কোটি ডলার। শুনুন গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

আয়রণ ডোম ইন্টারসেপ্টর প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ভারত