ইরাকের বিস্ফোরক বিশেষজ্ঞরা আজ তিকরিতে রাস্তায় পাতা বোমা এবং অন্যান্য বিস্ফোরক যুক্ত অস্ত্রগুলো নষ্ট করে দিয়েছে। এর ঠিক একদিন আগেই ইরাক ঐ গুরুত্বপূর্ণ শহরে কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে।
বিস্ফোরক বিষয়ক একজন বিশেষজ্ঞ বলেন যে তাদের প্রকৌশল ইউনিট, শহরের কেন্দ্রস্থলের সঙ্গে তিকরিত বিশ্ববিদ্যালয়ের সংযোগকারী সড়কটির নিরাপত্তা নিশিচত করেছে।
বুধবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী তিকরিতের মুক্তিকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন।
পেন্টাগন জানিয়েছে যে ইরাকিরা শহরের কেন্দ্রস্থল এবং প্রধান সরকারী সদরদপ্তরগুলোর নিয়ন্ত্রণ গ্রহন করেছে কিন্তু শত শত জঙ্গিরা ছোট ছোট জায়গা থেকে এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে। লুকিয়ে যারা গুলি চালায় এমন কিছু সন্ত্রাসী বিভিন্ন ছাদে লুকিয়ে আছে । তা ছাড়া ইরাকের সামরিক কর্মকর্তারা বলেছেন যে স্বঘোষিত ইসলামিক স্টেট যাবার আগে শহরের বিভিন্ন ভবনে নানান ধরণের মরণ ফাঁদ পেতে গেছে।