ইরাকে মুক্তি পেলেন প্রতিবাদকারীরা

ইরাকের নুতন প্রধানমন্ত্রী, মুস্তাফা আল কাজিমি'র দেয়া নির্দেশে ইরাকের আদালত সরকার-বিরোধী প্রতিবাদকারীদের মুক্তি দিয়েছেI প্রধানমন্ত্রী কাজিমি তাঁর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পর সাংবাদিকদের জানান,যে, প্রতিবাদকারীদের অবশ্যই রক্ষা করতে হবে, তবে যারা সহিংসতার আশ্রয় নেবেন, তারাই শুধু কারাবন্দি থাকবেনI

এছাড়াও দেশটির দুর্ধর্ষ সন্ত্রাসবাদী তৎপরতায় নেতৃত্ব দিতে, তিনি জেনারেল আব্দেল ওয়াহাব আল সাদি'র পদোন্নতি মন্জুর করেনI আইসিস বিরুদ্ধে অত্যন্ত সফলতা পেলেও পূর্বতন প্রধানমন্ত্রী, আদেল আব্দেল মাহ্দী তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেনI

এতদসত্ত্বেও রবিরার বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শিত হয়েছেI