ইরাকে কর্মরত বাংলাদেশিরা কেমন আছেন- এ নিয়ে কথা বলেছেন ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত

ইরাকের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে সেখানে কর্মরত বাংলাদেশিরা কেমন আছেন, কোথায় আছেন,নিরাপদ আছেব কিনা - এসব জিজ্ঞাসা নিয়ে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

roquia iraq ww