ইরাকের নির্বাচন কমিশন শনিবার দিনের শেষে জানায়, এ মাসের গোড়াতে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ৪৩% ভোটার অংশ নেন, যা প্রাথমিক ফলাফলের চাইতে কিছুটা বেশি, তবে ২০১৮ সালের সর্বশেষ নির্বাচনী ফলাফলের চাইতে কমI নির্বাচন কমিশন জানায়, ১০ই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ লক্ষের বেশি ভোটার ভোট দিয়েছেনI
জনপ্রিয় শিয়া ধর্মযাজক মোক্তাদা আল সদর বলেন, তাঁর আন্দোলন (দল) সংসদে সবচাইতে বেশি আসন পেয়েছে এবং তিনি এই ফলাফলকে চ্যালেঞ্জ করছেন নাI
এক বিবৃতিতে জানানো হয় "আমরা সংস্কার পরিকল্পনার অধীনে একটি অসাম্প্রদায়িক ও অজাতিগত জাতীয় কোয়ালিশন সরকার গঠন করবো"I শনিবার আল সদর, যিনি সকল বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা করেন এবং যার প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন ইরান সমর্থিত শিয়া গ্ৰুপ, রবিবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানI
নির্বাচন কমিশন আগে ১০ই অক্টোবরের প্রাথমিক নির্বাচনে ৪১% ভোট পড়েছে বলে জানিয়েছিলI বিগত ২০১৮ সালের নির্বাচনে সর্বমোট ৪৪.৫% ভোটার ভোট দিয়েছিলেনI
প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি পুনর্নির্বাচনের জন্য দাঁড়াচ্ছেন না, তবে নির্বাচন-পরবর্তী আলাপ-আলোচনার পর তাঁর দ্বিতীয়বারের সম্ভাবনা দেখা দিতে পারেI কাদিমিকে পশ্চিমের সঙ্গে বন্ধুভাবাপন্ন বলে ধরা হয়, তবে তাঁর প্রতি কোনো দলের সমর্থন নেইI
নির্বাচন কমিশন জানায়, সংসদের ৩২৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত ১৬৭টি দলের ৩,২০০জনের বেশি প্রার্থীI