আজ দ্বিতিয় দিনের মতো ইরাকী বাহিনী লড়ছে রামাদী শহরে

এই নিয়ে আজ দ্বিতিয় দিনের মতো ইরাকী বাহিনী লড়ছে রামাদী শহরে- এ বছরের গোড়ার দিকে বড়ো মাপের যাই তারা খুইয়েছে, সেটাই পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা-ঐ ভূখন্ড ইসলামিক স্টেইট জঙ্গিদের কাছ থেকে ফিরে পাবার জন্যে লড়াই করছে তারা।

দ্বিতিয় দিনের এই ধুন্দুমার লড়াইয়ের বেশিরভাগটাই হ’চ্ছে সরকারী দফতর প্র্রাঙ্গনের আশপাশে।দিন কয়েকের ভেতরেই রামাদী নিজেদের কব্জায় ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ইরাকী কর্মকর্তারা।

ইরাকী সৈন্যদের মদত জোগাচ্ছে ইসলামিক স্টেইট লক্ষগুলোর ওপর বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যে জোট শক্তি তারই মূখপাত্র কার্ণেল স্টীভ ওয়ারেন অভিযানের মূল্যায়নে অধিকতরো সতর্কতা অবলম্বনে বলেছেন-রামাদী যে ফিরে পেতেই হবে,সন্দেহ নেই তাতে- তবে কঠোর এ লড়াইয়ে সময় কিছুটা লাগবে।বলেন-শহরটিতে আড়াই থেকে তিন শ’য়ের মতো জঙ্গি রয়েছে-রয়েছে আশপাশের এলাকাগুলোয় আরো কয়েক শ’ জঙ্গি লড়াকু।

রামাদী ইরাক সরকারের হাতছাড়া হয়েছিলো মে’ মাসে এবং সেটা ছিলো ইরাকী বাহিনীর জন্যে বড়ো একটা ধাক্কা।