ইরাক তিকরিতে সামরিক অভিযান চালাচ্ছে

ইরাকী সেনাবাহিনী সুন্নি উগ্রপন্থিদের কাছ থেকে উত্তরের তিকরিত শহরটির আবারও দখল নেয়ার জন্য তাদের কথায় বড় রকমের আক্রমণ অভিযান চালিয়েছে।

সামরিক কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার মূল স্থল অভিযান শুরু হয় । সেখানে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ গ্রহণের জন্যে ইরাকের বিশেষ বাহিনী এবং সুন্নি বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। বিদ্রোহীদের প্রতিহত করতে ইরাকী হেলিকপ্টার গানশীপ ঐ এলাকায় গুলি চালায় এবং ইরাকী ট্যাঙ্কগুলিও দক্ষিণ দিক থেকে অভিযান শুরু করে।

হতাহতের সংখ্যা এখন ও পরিস্কার নয়। এই আক্রমণের কিছু আগেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন যে তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টাদের সুরক্ষার জন্যে , ইরাকী আকাশ সীমার ভেতরে সশস্ত্র ড্রোন পাঠাচ্ছে।