ইরাকে বোমা বিস্ফোরণে ৫৮ জন নিহত

ইরাকে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়। ওদিকে সরকারি বাহিনী পশ্চিমের আনবার প্রদেশে আল কায়দা সংশ্লিষ্ট সুন্নি চরমপন্থীদের কাছে অনেকটা এলাকার নিয়ন্ত্রন হারিয়েছে।

ইরাকী প্রধানমন্ত্রী নুরি আল মালিকী বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন সহিংসতা যাতে আর না ছড়ায় সেই লক্ষ্যে সন্ত্রাস ও আলকায়দার বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান নিরাপত্তার জন্য লড়াইয়ে ইরাককে সাহায্য করা যেন তারা অব্যাহত রাখে এবং যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের যেন তারা বিরোধিতা করে।

বুধবার মারাত্মক বিস্ফোরণে অন্তত ১৮ জন বাগদাদের উত্তরে বুরিজে এক অন্তেষ্টিক্রিয়ায় নিহত হয়। ২০০৬ সালে ওই অঞ্চলে আমেরিকান বাহিনীকে সমর্থন করেছিল যে সুন্নি উপজাতীয় মিলিশিয়া তাদের এক সদস্যের অন্তেষ্টিক্রিয়ায় ওই বিস্ফোরণ ঘটে।

রাজধানীতে অন্তত ৬টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে প্রধানত শিয়া অঞ্চলে।