ইরানের পারমানবিক কার্যক্রম নিয়ে আজ আবার আলোচনা শুরু হয়েছে ভিয়েনাতে।এর আগে গভীর রাত অবধি আলোচনা হয়।
রবিবার সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে একদিন আগে যে আলোচনা হয় তার ফলাফল ছিল ইতিবাচক।
অস্ট্রিয়ার রাজধানীতে হোটেলের বাইরে সমবেত সাংবাদিক ও দর্শকদের তিনি বলেন “ আমার মনে হয় আমরা এখন প্রকৃত সিদ্ধান্তে আসছি। আমি তাই বলবো যেহেতু আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমি আশাবাদী।
এর পর কেরী কোবার্গ প্রাসাদে ফিরে যান। গত দু সপ্তাহে সেখানে আলোচনা হয়। P5+1 group একটা সমঝোতায় পৌছুতে চেষ্টা করছে। যাতে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তেহেরানের পারমানবিক কার্যক্রমের উপর বিধিনিষেধ বজায় থাকে।