প্রতিটি জাতি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলবে বলে আশা করছেন পম্পেও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার বলেছেন যে তিনি আশা করেছিলেন প্রতিটি জাতি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলবে। সুরিনাম প্রেসিডেন্ট চন্দ্রিকাপারসাদ "চান" সান্তোখির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব জারি করতে চায় এবং আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন ধারাবাহিক প্রস্তাব কার্যকর করা হবে। পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যে প্রতিটি দেশ জাতিসংঘের এই প্রস্তাবগুলো সমর্থন করবে।

যুক্তরাষ্ট্র ইরানের উপর আগের সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিজ্ঞা করেছে, যা শনিবার রাত ৮টা থেকে কার্যকর হবে। এই সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে ওয়াশিংটন কিভাবে জাতিসংঘের আগের ঐ সকল নিষেধাজ্ঞাগুলো আরোপ করবে তার ঘোষণা করা হবে। বুধবার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, "আমরা নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘে ফিরে যাব, যাতে আগামী সপ্তাহে অস্ত্র নিষেধাজ্ঞা স্থায়ী হয়।