জেনিভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্হায়ি পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ফ্রান্স,রাশিয়া,চীন এবং তার সঙ্গে জার্মানী – এই five plus one-এর যে চুক্তি হলো ইরানের সঙ্গে রবিবার জেনিভায়, ইরানের পারমানবিক কর্মসূচীর ব্যাপারে, তাতে করে ইরানের পারমানবিক কর্মসূচী উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে – ইরানের আনবিক বোমা তৈরির সুযোগ রুদ্ধ হবে – আর বিনিময়ে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক বিধিনিষেধ ভবিষ্যতে প্রয়োজনবোধে আবার বলবত করা যেতে পারবে এভাবে বিধিনিষেধ কিছু মাত্রায় শিথিল হবে । য়ুনিভার্সিটি অফ ইলিনয়ের অধ্যাপক- রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এ চুক্তির তাত্পর্য্য ব্যাখ্যা করেন ভয়েস অফ এ্নযামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।
Your browser doesn’t support HTML5