ইরানের পরমানু বিষয়ে প্রাথমিক চুক্তি সম্পাদন

লুজানে ৮ দিনের বৈঠক শেষে ইরান এবং ৬টি বিশ্ব শক্তিবর্গ তাদের খুটিনাটি ব্যবধান ঘুচিয়ে প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে I ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ে প্রধান ফেডেরিকা মঘেরিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারীফ এই ঘোষণা দেন Iতারা জানান ৩০শে জুন চূড়ান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে I প্রেসিডেন্ট ওবামা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন যে ইরানের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ I