বাংলাদেশ -ভারত সম্পর্ক: সমন্বয় ও সংকট

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে দু দেশের মধ্যকার একাধিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, কিছু স্মারকপত্রও স্বাক্ষরিত হয়েছে । এ দুটি দেশের মধ্যে ঐতিহাসিক ভাবে যেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন , তেমনি রয়েছে অমীমাংসিত বহু বিষয় যার দ্রুত নিস্পত্তি অত্যন্ত  প্রয়োজনীয় ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে দু দেশের মধ্যকার একাধিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, কিছু স্মারকপত্রও স্বাক্ষরিত হয়েছে । এ দুটি দেশের মধ্যে ঐতিহাসিক ভাবে যেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন , তেমনি রয়েছে অমীমাংসিত বহু বিষয় যার দ্রুত নিস্পত্তি অত্যন্ত প্রয়োজনীয় । এই বৈঠকের আলোকে দু দেশের সম্পর্ক বিশ্লেষণ করেছেন ঢাকা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটির রিসার্চ ফেলো এবং বাংলাদেশ সেন্টার ফর টেরোরিজম রিসার্চের প্রধান শাফকাত মুনীর । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা : সাফিউল মাসুদ